Friday, May 24, 2013

ব্লগস্পট ব্লগে ব্যাকগ্রাউন্ড সাউন্ড যোগ করবেন যে ভাবে।






সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আমরা যখন বিভিন্ন ব্লগস্পট ব্লগে ভিজিট করি তখন কিছু কিছু ব্লগে দেখা যায় সেখানে ঢোকার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক প্লে হয়। যদিও এই ধরনের মিউজিক আপনার ব্লগস্পট ব্লগের লোড টাইম বাড়িয়ে দেয় তার পরও এই ধরনের মিউজিক শুনতে অনেকের কাছে ভালো লাগে। তাই আমি আজ আপনাদের দেখাবো কি ভাবে আপনি আপনার ব্লগস্পট ব্লগে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করবেন। তাহলে চলুন শুরু করা যাক:

. প্রথমে নিচে থেকে এই কোড টা কপি করে নিন:

<bgsound src="http://yoursite.com/yoursound.mp3" loop=infinite>

. আপনার নিজের মিউজিক/ এমপিথ্রি ফাইলের এড্রেস এই কোডের মধ্যে রিপ্লেস করুন।
. এখন আপনার ব্লগস্পটের ড্যাশবোর্ড হতে থিমটি এডিট মোডে ওপেন করুন।
. আপনার কোড টুকু ট্যাগ এর পরে বসিয়ে দিন।
. আপনার ব্লগের হোমপেজ রিফ্রেশ করুন।

এবার উপভোগ করুন আপনার ব্লগস্পটের ব্যাকগ্রাউন্ড মিউজিক। ধন্যবাদ সবাইকে।

1 comment:

  1. hi.miraz very good and important post.thanks for your post

    ReplyDelete