Friday, May 24, 2013

জেনে নিন আপনার কম্পিউটার ব্যবহারের সময় এবং বিস্তারিত



আসসালামু আলাইকুম. আপনাদের জন্য ছোট একটি টিউন. আশা করি উপকৃত হবেন.
নিজের কম্পিউটার কতক্ষণ ধরে ব্যবহার করছেন তা খুব
সহজেই জানা যায় । এর জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন---
১) start > run এ যান ।
২) এখানে CMD লিখে এন্টার চাপুন ।
৩) এবার আপনার সামনে যে উইন্ডো চালু
হবে তাতে systeminfo লিখে এন্টার চাপুন ।
এবার আপনার কম্পিউটারের বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
এখানে উল্লেখ থাকবে:
ক) কম্পিউটার কত সময়চলেছে
খ) কোন দেশের তৈরী
গ) স্পিড কত, প্রভৃতি ।
পিকচার দেওয়ার প্রয়োজনীয়তা মনে করলাম না. তাই দিলাম না.
যারা আগে জানতেন না তাদের আশা করি  ভালো লেগেছে.

No comments:

Post a Comment