Friday, May 24, 2013

আসসালামুয়ালাইকুম! সবাই ভাল আছেন?
আজ আপনাদের পরিচয় করিয়ে দিব একটি অসাধারণ অডিও প্লেয়ারের সাথে!
আপনারা অনেকেই হয়ত আগে এটি ব্যবহার করেছেন। যারা করেননি টিউনটি তাদের জন্য।
প্লেয়ারটির নাম হল  Spider Player

এটির কারেন্ট ভারসন ২.৪.৪। এটি একটি অডিও প্লেয়ারের পাশাপাশি একটি CD extractor, powerful tag editors, Converter।

এটি ব্যবহারের সুবিধাগুলো হলঃ
১.রিপ করার সময় গানের কেবিপিএস কম থাকলেও সাউণ্ড সহজে ফাটে না।
২.প্রায় সব অডিও ফরমেট সাপোরট করে-MP1, MP2, MP3, MP4, M4A, MPC (MP+, MPP), AAC, aacPlus, AC3, Ogg Vorbis, FLAC, Ogg FLAC, TTA, APE, WavPack, Speex, WAV, CDDA, WMA, MID, RMI, KAR, S3M, XM, MOD, IT, MO3, MTM, UMX.


৩.এতে বিল্ট ইন কনভারটার আছে!

৪.সিডি হতে রিপ করতে পারে।
৫.গানের ট্যাগও ইডিট করতে পারে। ফলে আলাদা ট্যাগ ইডিটরের প্রয়োজন নেই।
৬.CDDB সাপোরটেড।
৭.ইউনিকোড সাপোরটেড।
৮.মাল্টি ল্যাঙ্গুএজ সাপোরটেড।
৯.এতে প্লে লিস্ট তৈরি করার সুবিধা আছে।
১০.অল্প জায়গা নেয়।
১১.দ্রুত গতি সম্পন্য।
১২. রেডিও প্লে করতে ও রেডিও থেকে রেকরড করতে পারে!!!


১৩.এর দুটি ভারসন। একটি ফ্রী আর একটি কিনতে হয়।

তবে এখানে দুটি ভারসনই দেয়া হল ডাউনলোড করে নিবেন। আপনার জন্য দুটোই ফ্রী!!!!!!!!!!

No comments:

Post a Comment